রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণ বিষয়টি কয়েকদিন আগে বেশ আলোচিত ঘটনা ছিলো। অবশেষে জানানো হয়, সেখানে ভবন নির্মাণ হবে না, মাঠ হিসেবেই থাকবে। এই সিদ্ধান্তের পর স্বস্থি আসে ওই এলাকার মানুষের। থেমে যায় মাঠ নিয়ে আন্দোলনকারীরা্ও।
জানা গেছে, ভবন নির্মাণ বন্ধ হওয়ায় এখানে সেখানে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। প্রায় ৫ হাজার মানুষের ঈদের নামাজ আদায়ের জন্য মাঠটি প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় মাঠটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাঠটি প্রস্তুত করতে এলাকার কয়েকজন মুরুব্বি তদারকি করছেন। ছামিয়ানা টাঙানোর জন্য মাঠটিতে বসানো হয়েছে বাঁশের অবকাঠামো। শুধু ছামিয়ানা জড়িয়ে এবং ইমামের মিম্বার বানালেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।
করোনার কারণে মাঠটিতে দুই বছর বন্ধ ছিল ঈদের জামাত। এবার এখানে থানা ভবন নির্মাণ হলে আর কখনোই এখানে ঈদের জামাত হতো না। ঈদ জামাত সংশ্লিষ্ট মসজিদ কমিটির দায়িত্বশীল একেএম কামরুজ্জামান বলেন, মাঠটি যে শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তাতেই আমরা অনেক খুশি। সবকিছুর পরেও আমরা এ মাঠে ঈদের জামাত আদায় করবো এজন্য শুকরিয়া।