আজ বুধবার (৫ অক্টোবর) থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ। সন্ধ্যা ৭টায় কমলাপুরে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর বিকাল চারটায় প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে নামবে ভুটান।
এই আয়োজন সামনে রেখে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিল স্বাগতিক বাংলাদেশ, ভুটান, সিঙ্গাপুর ও ইয়েমেনের ক্যাপ্টেন ও কোচ।
যেখানে বাংলাদেশ দলের কোচ পলস্মলি বলেন, ‘বাছাই পর্বে ভালো ফুটবল উপহার দিতে চায় আমরা। ’
চার দলের অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্ব উতড়ে মূল আসরে খেলার দিকেই নজর লাল সবুজের যুবাদের। সাফে চ্যাম্পিয়ন হতে না পারলেও এশীয়ান কাপের প্রস্তুতিও হয়েছে বেশ।