নারী বিউটিশিয়ানকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাস্থল শনাক্ত করেছে পুলিশ। শুক্রাবাদ মসজিদের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
বুধবার (১২ অক্টোবর) রাতে ওসি ইকরাম আলী জানান, রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ঘটনায় অভিযান চালিয়েছে পুলিশ।
শুক্রাবাদের ওই স্থানটি শেরেবাংলা নগর থানার অধীনে পড়েছে। শেরেবাংলা নগর থানা পুলিশ বিষয়টি দেখছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ অক্টোবর) এক নারী বিউটিশিয়ানকে ফোন দিয়ে ধানমন্ডি ২৮ নম্বর যেতে বলে এক নারী। সেই কল পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী ধানমন্ডি যান। সেখানে একটি ছেলে তাকে রিসিভ করে বাসার ২য় তলায় নিয়ে যায়। বাসায় এক নারীসহ তিন পুরুষ ছিল। তারা ভুক্তভোগীকে মারধর করে। পরে তিনজন মিলে ধর্ষণ করে।