কদিন আগেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে বাংলাদেশের মেয়েরা। তবে দীর্ঘ দিন ধরেই চ্যাম্পিয়ন দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা ভুগছিলেন লালাগ্রন্থি সমস্যায়। অবশেষে রোববার রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় মারিয়ার। বিষয়টি নিজেই যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন মারিয়া। চেয়েছেন দোয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া লিখেছেন, ‘আমার লালাগ্রন্থিতে যে পাথর হয়েছিল, সেটি অপারেশন করে বের করা হয়। সফলভাবে অপারেশন সম্পন্ন করেছেন সম্মানিত ড. মতিউর রহমান মোল্লা স্যার। ’
সফল অস্ত্রোপচারে বাফুফের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। লেখেন, ‘বাফুফে সর্বদা আমার পাশে ছিলে। সবধরনের আন্তরিকতা ও সহযোগিতা আমি বাফুফে থেকে পেয়েছি। এইজন্য বাফুফের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’
‘এখন আমি খুবই ভালো ফিল করছি। যদিও কিছুদিন ডাক্তারের নিয়ম মেনে চলা লাগবে। এখনো সেলাই কাটা বাকি আছে। আমার জন্য প্রার্থনা করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারি। ধন্যবাদ। ’