ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কল্যাণপুর খালের বেদখল হওয়া ১৭০ একর জায়গা উদ্ধার অভিযানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দ্রুত জায়গা ছেড়ে না দিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বুধবার (২ নভেম্বর) দুপুরে ১৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় ডিএনসিসি মেয়র ডেঙ্গু মোকাবেলায় কাউন্সিলরদের মাঠে নেমে তদারকির কঠোর নির্দেশ দেন।
মেয়র বলেন, কাউন্সিলররা এলাকার দায়িত্ব নিলে এলাকার মানুষের দুঃখ কষ্ট থাকে না। তাই ভোটের জন্য যেভাবে জনসংযোগ করেন সেভাবেই মাঠে থাকতে হবে। অনুষ্ঠানে ডেঙ্গু এবং চিকনগুনিয়া মশা বিস্তার রোধে ১ মাসের বিশেষ ক্রাশ প্রোগ্রামের ঘোষণা দেন আতিকুল ইসলাম।