December 25, 2024, 5:27 am

বাংলাদেশের ফুটবল প্রীতিতে বিস্মিত স্প্যানিশ ফুটবলার।

অনলাইন ডেক্স
  • Update Time : Monday, November 28, 2022,
  • 21 Time View

কাতার বিশ্বকাপের জোয়ার বইছে গোটা বিশ্বে। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সমর্থকরা জানান দিচ্ছে ফুটবল প্রেমের। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও যে কোনো দেশকেই এখানটাতে চ্যালেঞ্জ ছুড়তে পারে বাংলাদেশ।

বাংলাদেশের এই ফুটবল প্রীতি মুগ্ধ করেছে স্প্যানিশ তরুণ ফুটবলার পাবলো মার্টিন পেজ গ্যাভিকে।

 

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে সর্মথকরা ভিড় জমিয়েছিল বড় পর্দার সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছিল জনসমুদ্রে। হাজার হাজার সমর্থক একসাথে বসে উপভোগ করেছে আর্জেন্টিনার ম্যাচ। যা রীতিমতো বিস্মিত করেছে বার্সার তরুণ তুর্কি গ্যাভিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি শেয়ার করে বিশ্ববাসীকে সেই বিস্ময়ের কথা জানিয়েছেন গ্যাভি।

গ্যাভি দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের অবিশ্বাস্য দৃশ্য!’

উল্লেখ্য, স্পেনের জার্সিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন ১৮ বছর বয়সী এই তরুণ। প্রথম ম্যাচে কোস্টা রিকাক ৭-০ গোলে হারানো ম্যাচে গোল পেয়েছেন তিনিও। গতকাল রাতের ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র’য়ের দিনেও বেশ কবার আক্রমণে গিয়েছেন তিনি। তবে গোলের দেখা পাননি।

এর আগে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে বাংলাদেশের সমর্থকদের একটি ভিডিও শেয়ার করেছে ফিফাও। ফিফার কল্যাণে বিশ্ব জেনেছে বাংলার ফুটবল উন্মাদনার কথা। আর্জেন্টিনার সমর্থনের কথা। সম্প্রতি বাংলাদেশি ফুটবল প্রেমের একটি ভিডিও শেয়ার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার অফিসিয়াল টুইটারে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির করা গোলের উদযাপন দেখানো হয়েছে।

ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে, ‌‘এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছে। ’

ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বলে জানা গেছে।

এর আগে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। মেসিদের ঘিরে স্বপ্ন দেখছে বাংলার ফুটবল প্রেমীরাও। তবে সেই স্বপ্নে ধাক্কা লাগে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের হারে। তবে ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা আশা রেখেছিল সমর্থকরা। সে কারণেই দর্শক আগ্রহের কোনো কমতি ছিল না মেক্সিকো-আর্জেন্টিনা ম্যাচে। গভীর রাতে ম্যাচ হলেও দর্শক আগ্রহে কোনো ভাটা পড়েনি।

শীত ও হারের উৎকণ্ঠা ছাপিয়ে বড় পর্দার সামনে প্রিয় দলের খেলা দেখতে জড়ো হয় আর্জেন্টাইন সমর্থকরা। হতাশ করেনি মেসিরাও। প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে মেসি ঝলকে ম্যাচে ফিরে আর্জেন্টিনা। সেই উন্মাদনা কাতার ছাপিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। উদযাপনে মাতে আর্জেন্টিনাইন সমর্থকরা। পরে আরও একটি গোল আসে ম্যাচে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বিশ্বকাপে টিকে থাকে আর্জেন্টিনা। এখন অপেক্ষা পরের ম্যাচেও জয় তুলে শেষ ষোলো নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71