দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -কোয়াব এর নির্বাচন। দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও প্রার্থী পরিচিত সভা। যেখানে বক্তারা, সম্মিলিত পরিষদের ৩৩ জন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় প্রার্থীরা ক্যাবল টিভি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করণসহ ১২ প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
এছাড়া এই ব্যবসায়ের সাথে জড়িতদের নানা বাঁধা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের অঙ্গীকার ছিলো প্রার্থীদের কণ্ঠে।
আগামীর নেতৃত্বকে এগিয়ে নিতে সংগঠনটির প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেস। আর সম্মিলিত পরিষদের টিম লিডার নিজাম উদ্দিন মাসুদ বলেন, আইন সংশোধনের পাশাপাশি সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করবে কোয়াব।
সভায় জানানো হয়, আগামী তিন ডিসেম্বর গুলশান শুটিং ক্লাবে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন ৩৩ পদের বিপরীতে ভোট যুদ্ধে লড়বেন ৪৭জন প্রার্থী।