বিশ্বকাপ জয়ের স্বপ্নটা দীর্ঘদিনের। তবে এবার সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই কাতারে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই স্বপ্নের প্রথম ধাপে আজ পোল্যান্ড বাধা ডিঙাতে হবে আর্জেন্টিনাকে। আর তাতেই মিলবে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার সুযোগ।
তবে সুযোগ থাকবে ড্র করলেও। সেক্ষেত্রে যেতে হবে হিসেব নিকেশের মধ্যে দিয়ে। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
মেসিকে ঘিরেই স্বপ্নবাজ আর্জেন্টাইন সমর্থকরা। দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে চায় তারা। মেসির শেষ যাত্রাটা রাঙাতে চায় লিওনেল স্কালোনির দল। তাই গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে চায় আর্জেন্টিনা। কেননা চ্যাম্পিয়ন হলেই পরের রাউন্ডে ফ্রান্স বাধা এড়ানো যাবে। তাই পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে।
তবে সুযোগ লুফে নিতে চায় পোলিশরাও। আর্জেন্টিনার বিপক্ষে জয়ে মিলবে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার সুযোগ। এতদূর এসে সেই সুযোগ হেলাই হাতছাড়া করতে চায় না রবার্ট লেভান্ডোভস্কির দল। লড়াইটা তাই দুই সাবেক ও বর্তমান বার্সা তারকার। যেখানে শেষ হাসি হাসার অপেক্ষায় দু’জনেই।
বিশ্ব মঞ্চে এর আগে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। একটি করে জয় পেয়েছে দুই দল। প্রথমবার ১৯৭৪ সালে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়েছিল পোল্যান্ড। পরের বার ১৯৭৮ সালে পোলিশদের বিপক্ষে ২-০ গোলে জিতে সেই হারের শোধ নিয়েছিল আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর টিকেট পাওয়ার লড়াইয়ে আবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। যেখানে জয়ে এগিয়ে যাওয়াটায় মূল লক্ষ্য দু’দলের।
বিশ্বকাপে আর্জেন্টিনা-পোল্যান্ডের সবশেষ দেখা হয়েছিল ৪৪ বছর আগে। ১৯৭৮ সালের ওই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল লাতিন আমেরিকার দলটি।
চলতি বিশ্বকাপে এখনও কোনো গোল হজম করেনি পোল্যান্ড। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে। অন্যদিকে এই সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শুরুর দিনেই বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। তবে পরের ম্যাচ মেক্সিকোর বিপক্ষে সেই ধাক্কা কাটিয়ে উঠে মেসি ম্যাজিকে ২-০গোলে জয় তুলেছে আলবিসেলেস্তেরা।
লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে প্রথম সাত দেখায় চারবার জয়ের মুখ দেখেছে পোল্যান্ড বিপরীতে হার আছে তিনটি। অন্যদিকে ইউরোপের দলের বিপক্ষে বৈশ্বিক আসরে সবশেষ দুই সাক্ষাতেই হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ এবং ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হার বরণ করতে হয়েছে আলবিসেলেস্তেদের।
এখন পর্যন্ত সব মিলিয়ে ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। যেখানে এগিয়ে আর্জেন্টিনা। ১১ ম্যাচের ৬টিতেই জয় আছে আর্জেন্টিনার, বিপরীতে ৩ জয় আছে পোলিশদেরও। বাকি দুটি ড্র।