কাতার বিশ্বকাপে শেষ ষোলোর বড় ম্যাচে আজ মুখোমুখি হবে ফ্রান্স ও পোল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। দুই দলেরই লক্ষ্য কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়া। ফরাসিরা বলছেন, তাদের মূল বাধা লেভনদোস্কি আর পোলিশরা পাত্তাই দিতে চাইছেন না এমবাপ্পেদের।
।
নক আউটের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যে ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পোলান্ড, সে ম্যাচ উত্তাপ ছড়াবে সেটাই স্বাভাবিক। মাঠে নামার আগেই কথার লড়াই শুরু হয়েছে দুই দলের কোচ-খেলোয়াড়দের মধ্যে। একপক্ষ যখন প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাইছে, আরেক পক্ষও বসে নেই চুপচাপ।
ফ্রন্সের আছে এমবাপ্পে, পোল্যান্ডের লিভনদোস্কি। এই দুই তারকাই পাল্টে দিতে পারে ম্যাচের গতি পথ তা স্বীকার করছেন দু’দলের সবাই। তাদের সঙ্গে গোল উৎসবে মেতে উঠতে পারেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ার। মিড ফিল্ডার রাবিও কম যাবেন না- বিশ্বাস করেন ফরাসিরা।
পোল্যন্ডকেও খাটো করে দেখার উপায় নেই। গত আসরে চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ার ডেসচ্যাম্পস বলছেন, তার ভয় লোভনদোস্কির গতিতে।
পোল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের একটিতে জিতেছে ফ্রান্স আর একটি ড্র হয়েছে। তবে পোলিশদের হৃদয়ে আশা জাগাচ্ছে ৮২ সালের বিশ্বকাপে ফরাসিদের বিপক্ষে পাওয়া ৩-০ গোলের সেই জয়।
ফরোয়ার্ড জিলিনস্কি বলেন, গতির ঝড়ে ফরাসিদের কাবু করতে চান তারা। ম্যাচ জিতে উঠতে চান কোয়ার্টার ফাইনালে।