কাতারে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের নায়ক আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। মঙ্গলবারের (১৩ ডিসেম্বর) ম্যাচ শেষে আলভারেজ এবং মেসির একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১০ বছর আগের সেই ছবিতে একজন ভক্ত হিসেবে মেসির সাথে ছবি তুলেছিলেন আলভারেজ, আর ১০ বছর পর মেসির সতীর্থ হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি।
কোপা লিবার্তাদোরেসের হয়ে এক ম্যাচে ৬ গোল করে আলোচনায় এসেছিলেন তিনি। আর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান গত জুনে। নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই রীতিমতো তারকা বনে গেছেন আলভারেজ। আর্জেন্টিনার ফাইনালে উঠার পথে করেছেন ৪ গোল। সেমিফাইনালে তার জোড়া গোলেই ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় যে, মেসি-আলভারেজের যুগলবন্দীতেই ফাইনালে পৌঁছেছে দলটি। ১০ বছর আগে একজন ভক্ত হিসেবে মেসির সাথে ছবি তুলা আলভারেজ ১০ বছর পর শুধু মেসির সতীর্থই নয় দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ইতালিয়ান সংবাকর্মী ফ্যাব্রিজিও রোমানো তার এক টুইটে জানান, মেসির সঙ্গে এই ছবিটি ১০ বছর আগে তুলেছিলেন আলভারেজ। একজন ভক্ত হিসেবে ছবিটি তুলেছিলেন। তখন আলভারেজের বয়স ১২ বছর। অর্থাৎ,আলভারেজ তখনো কোনো ক্লাবের বয়সভিত্তিক দলে যোগ দেননি। তখন থেকেই মেসির সাথে খেলার স্বপ্ন দেখেছিলেন তিনি। আর ১০ বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে আলভারেজের। স্বপ্ন ও পরিশ্রম মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেটিরই যেন উজ্জ্বল দৃষ্টান্ত আলভারেজ।