আর্জেন্টিনা দলের জন্য শিব মন্দিরে গিয়ে রীতিমতো ব্রাক্ষণ ডেকে পূজা-অর্চনা করলেন ঢাকা সাভারের এক পাগল ভক্ত। ওই ভক্তের নাম সুকুমার সরকার পটলা।
প্রিয় দল আর্জেন্টিনাকে জয়ী করার জন্য পূজা-অর্চনার মধ্য দিয়ে শিব দেবতার নিকট আর্জি জানালেন ভুক্ত সুকুমার।
তবে এমন কাণ্ড এই ভক্তের নতুন নয়, প্রতিবার খেলার পূর্বে একাই মন্দিরে মন্দিরে শিবের পূজা দেন, ফল পান তাতে।
ফাইনালের দৌড়টা কিছুটা বেশি এবং পরিশ্রমের হওয়ায় দেবতার তুষ্টিতে এবার সঙ্গী করেছেন নিষ্পাপ শিশু ভক্তদের।
স্থানীয়রা জানায়, শীতের এমন কুয়াশার মাঝেই নিজ বাড়ি সাভার দক্ষিণ-পাড়া থেকে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ২৬৫ বছরের পুরনো শিব মন্দিরে হাজির সুকুমার সরকার টুটুল ওরফে পটলা। বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনা ফুটবল দল খেলবে ফান্সের সঙ্গে। আর্জেন্টিনা ভক্ত পটলা তাই ঘরে বসে থাকেনি। নিজ প্রিয় দল আর্জেন্টিনা ফুটবল দলের জন্য মঙ্গলকামনা ও আর্জেন্টিনাকে জয়ী দেখতে ছুটে এসেছেন অন্তত ১০ কিলোমিটার পথ অতিক্রম করে, প্রত্যন্ত অঞ্চলের শিব মন্দিরে। ব্রাক্ষণ পুরোহিত ডেকে শিবের তুষ্টি আর নিজের মনোবাসনা জানালেন পূজা-অর্চনা করে। পটলা বিশ্বাস করেন দেবতা তুষ্ট হলেই তার মনের বাসনা পূরণ হবে, দেবতাই তার মনোবাসনা পূরণ করবেন।
সুকুমার সরকার পটলা জানান, শুধু আজই নয়, এর আগে কোয়াটার ফাইনাল ও সেমিফাইনালেও তিনি সাভারের একাধিক শিব মন্দিরে পূজা দিয়েছেন। এ সময় দলও জয়ী হয়েছে। গেল কোপা আমেরিকা কাপের ফাইনালের আগেও তিনি শিব মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন। সেবারও আর্জেন্টিনা জয়ী হয়েছিল বলেন জানান এই ভক্ত।