নতুন বছর ২০২৩ উদ্যাপনে শনিবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরের কোনো বার খোলা রাখা যাবে না এবং কোনো ফানুস ওড়ানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে ১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে কোনো বার খোলা রাখা যাবে না। আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশে কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
গুলশান, বনানী, বারিধারা এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। রাত ৮টার পর যারা ওই এলাকার বহিরাগত, তাদের চলে যেতে বলব।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘রাস্তার মোড়, উড়ালসড়কে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধরনের ডিজে পার্টি আয়োজন করা যাবে না। কোথাও আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি বা যানবহন প্রবেশ করতে পারবে না জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত স্টিকার দেখানো সাপেক্ষে শাহবাগ ও নীলক্ষেত ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক ও কর্মচারীদের বাইরে যাঁরা আছেন, তাঁরা ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত হাইকোর্ট, দোয়েল চত্বর, পলাশী মোড়টি ব্যবহার করতে পারবেন। তবে ওই সব এলাকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ থাকবে।
হাতিরঝিল এলাকায় কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, উচ্চ স্বরে হর্ন বাজানো, বেপরোয়া গতিতে ও মাতাল অবস্থায় গাড়ি চালানো যাবে।