আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কেটেছে লিওনেল মেসির হাত ধরে। দুর্দান্ত পারফরমেন্স আর দৃড় নেতৃত্বে নিজ দলকে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা। মেসি জ্বরে কেঁপেছে পুরো বিশ্ব। মেসিকে নিয়ে কোটি ভক্তের মাতামাতির যেন কোন শেষ নেই।
বিশ্বকাপ জেতার পর মেসির প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে তার নিজ দেশে। দেশটিতে নতুন জন্ম নেয়া শিশুদের নাম লিওনেল এবং লিওনেলা রাখার হার বেড়েছে ৭০০ শতাংশ।
দেশটির সিভিল রেজিস্ট্রি অফিসের বরাতে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে ২০২২ সালের ডিসেম্বরে ৭০ জন শিশুর মধ্যে একজনের নাম রাখা হচ্ছে লিওনেল মেসির নামে। যা গত সেপ্টেম্বর থেকে ৭০০ শতাংশ বেশি। সেপ্টেম্বরের পর্যন্ত প্রতি মাসে গড়ে মাত্র ছয়জন শিশুর নাম রাখা হতো লিওনেল বা লিওনেলা। কিন্তু মাত্র এক মাস পরেই সে সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ এ।
রেজিস্ট্রি অফিস আরও জানিয়েছে আর্জেন্টিনার জাতীয় দলের খেলোয়াড় জুলিয়ান বা এমিলিয়ানোর সঙ্গে মিল রেখে নাম রাখার প্রবণতা বাড়লেও সবচেয়ে বেশি রাখা হচ্ছে মেসির নামের সঙ্গে মিল রেখে।