পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ ইসলাম সড়কের সামনে বিসিক মাঠ হতে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিমন্বয়কে উদ্ধার ও ০২ (দুই) জন আসামী গ্রেফতার এবং অপহরণ কাজে ব্যবহৃত আলামত উদ্ধার।
গত ০৮-১২-২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন কোর্ট সংলগ্ন জনৈক আল-আমিন এর ভাতের হোটেল এর সামনে পাকা রাস্তার উপর হতে ভিকটিম মোঃ আমিরুল ইসলাম (৪৩) ও মোঃ কুদ্দুস ঢালী (৫৫) দ্বয়কে আসামীরা অপহারণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম মোঃ আমিরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন এর মারফত তার নিকট আত্মীয়-স্বজনের নিকট মুক্তিপন বাবদ ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা দাবী করে।যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যেকর পরিস্থিতি সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার ০১ টি চৌকস টিম বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় ইংরেজী ০৮/১২/২০২৪ খ্রিঃ রাত্র ২১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন পটুয়াখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ ইসলাম সড়কের সামনে বিসিক মাঠ হতে ঘটনার সাথে সরাসরি জড়িত নিম্ন বর্ণিত আসামীদ্বয়কে জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীঃ০১।
মাহমুদুল হাসান (২৭, পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-বড় চৌরাস্তা, ৯ নং ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা,০২। মোঃ আলী আজিম (৩০), পিতা-মৃত আঃ মালেক, সাং-টাউন জৈনকাঠি, ০১ নয় ওয়ার্ড, পটুয়াখালী পৌরসভা, উভয় থানা ও জেলা- পটুয়াখালী।অপহরণ কাজে ব্যবহৃত উদ্ধারকৃত আলামতঃক) ০১ (এক) টি লাল রংয়ের DOWEDO ব্যাটারী চলিত অটো গাড়ী। যাহার উপরে কালো ট্রিপলের ছাউনি এবং পিছনের আল্লাহর দান-২২ সহ ০১৭২৪ ২৮৫৬৩৭ লেখা আছে। যাহার চেসিস নং- YD DW D2 35093 যাহা ০৫ (পাঁচ) টি ব্যাটারী যুক্ত। যাহার মূল্য অনুমান ২,৫০,০০০/- টাকা।খ) ০১ (এক) টি YAMAHA গ্রুপের ব্লু রংয়ের R1-5 V-3, যাহার ইঞ্জিন নং- B37545/8921346 যাহার চেসিস নং-ME1R06CM0004916 যাহা রেজিষ্টেশান বিহীন যাহার মূল অনুমান ৫,০০,০০০/- টাকাগ) ০১ (এক) টি কালো রংয়ের BAJAJ কোম্পানীর ১৫০ সিসির PULSARরেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যাহার ইজ্ঞিন নং- DHYCLD93280 যাহার চেসিস নং- PHUA11CYXLTF43276 মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা।গত ইং ০৮/১২/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ আমিরুল ইসলাম (৪৩) ও মোঃ কুদ্দুস ঢালী (৫৫) দ্বয় নিজ নিজ বাড়ী হতে পটুয়াখালী ডিসি অফিসের এলএ শাখায় ভূমি অধিগ্রহনের ক্ষতি পূরনের টাকা উত্তোলন করার জন্য আসে।এলএ শাখার কাজ শেষ করে গত ইং ০৮/১২/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০২.৩০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন কোর্ট সংলগ্ন জনৈক আল আমিন এর ভাতের হোটেলের সামনে রাস্তায় বাহির হলে ধৃত ও পলাতক আসামীগণ ভিকটিমন্বয়ের মুখ চেপে ধরে ধৃত আসামী মোঃ আলী আজিম এর অটো গাড়িতে জোর পূর্বক উঠিয়ে চোখ বেধে পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে।এক পর্যায়ে ভিকটিম মোঃ আমিরুল ইসলাম (৪৩) এর ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭৭২ ৮৫১৪৪৯ হতে বাদীর ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৩১৬ ৯০৭৬৭৫ তে ফোন করে মুক্তিপন বাবদ ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা দাবী করে।পরবর্তীতে মামলার বাদী উক্ত ঘটনা ডিবি পুলিশকে জানালে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমন্বয়ের অবস্থান সনাক্ত করতঃ গত ইং ০৮/১২/২০২৪ খ্রিঃ ২১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ইসলাম সড়কের মাথায় বিসিক মাঠ হতে ০২ (দুই) জন অপহরনকারীকে আটক করতঃ ভিকটিম মোঃ আমিরুল ইসলাম (৪৩) ও মোঃ কুদ্দুস ঢালী (৫৫) দ্বয়কে উদ্ধার করে।ঘটনাস্থল হতে সাক্ষীদের উপস্থিতিতে ইং ০৮/১২/২০২৪ খ্রিঃ ২১.৫০ ঘটিকার সময় জব্দ তলিকা মূলে অপহরণ কাজে ব্যবহৃত আলামত উদ্ধার পূর্বক জব্দ করে।অতঃপর ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অপহরন পূর্বক মুক্তিপন দাবী এবং মুক্তিপন না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করে।এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় মামলা নং-১৬, তারিখঃ ০৯-০৪-২০২৪ খ্রিঃ, ধারা-৩৬৫/৩৮৫ পেনাল কোড এ মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।(মোঃ আনোয়ার জাহিদ) পুলিশ সুপার, পটুয়াখালী)