নামাজে দাঁড়ানো অবস্থায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
-
Update Time :
Tuesday, August 25, 2020,
-
100 Time View
নড়াইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যকে নামাজে দাঁড়ানো অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৪ আগস্ট) রাতে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রাজ্জাক মল্লিক (৭৫)।
পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাতে ঘরে এশার নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছিলেন আবদুর রাজ্জাক। ওই সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও বুকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বাড়িতে আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী বসবাস করলেও ঘটনার সময় স্ত্রী প্রতিবেশীর টিউবওয়েলে পানি আনতে গিয়েছিলেন বলে দাবি করেন।
বাড়ি ফিরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর চিৎকার ও কান্নাকাটিতে প্রতিবেশীরা গিয়ে আবদুর রাজ্জাককে মৃত দেখতে পান। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতপূর্ণ গ্রামটিতে কে বা কারা কী কারণে বৃদ্ধকে হত্যা করেছে, কারণ অনুসন্ধানে পুলিশ সম্ভাব্য কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে তদন্তে নেমেছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category