কুয়েতে খুন হওয়া প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম মমতা, বয়স ৫৬। আর মেয়েটির নাম স্বর্ণলতা, বয়স ৩১। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার ধামরাইয়ে।
দেশটির জিলিব আল সুয়েখ এলাকার একটি ঘর থেকে তাদের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সকালের দিকে যখন নিহতদের ঘরের পাশ দিয়ে লোকজন যাতায়াত করছিলেন, তখন ওই তালাবন্ধ ঘর থেকে দুর্গন্ধ আসছিল। ফলে তাৎক্ষণিকভাবে এবিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাংলাদেশে থাকা অবস্থায় মমতার স্বামী মারা যান। পরে মা মমতা তার মেয়ে স্বর্ণলতাকে নিয়ে আসেন কুয়েতে। দুজনই কুয়েতে কর্মরত ছিলেন।