কানাডার আলবার্টায় বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রদেশটির প্রথম বাংলা অনলাইন ‘প্রবাস বাংলা ভয়েস’ এর আয়োজনে বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় আলোচনাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন বিষয় তুলে ধরা হবে ভার্চুয়াল আলোচনায়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
আলোচনায় অংশ নেবেন- বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. সাহিদুউজ্জামান খোকন এমপি।
ভার্চুয়াল আলোচনায় এছাড়াও উপস্থিত থাকবেন কানাডার আলবার্টা প্রদেশের আওয়ামী লীগের সভাপতি ড. জাফর সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী আবদুল্লা রফিক, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কাদির এবং উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান দিপু।