নাব্য সংকট ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে গাইবান্ধার মরা-করতোয়া নদী। স্থানীয়দের অভিযোগ, শহরের বর্জ্য ফেলায় দূষিত হয়ে পড়েছে এ নদীর পানি।
এক সময়ের খরস্রোতা নদী বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। এতে মৎস্য ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
দখল-দুষণ ও নাব্য সংকটের কারণে এক সময়ের খরস্রোতা নদী বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ নদীর চাঁদপুর খলশী এলাকায় একটি স্লুইচ গেট নির্মাণ করার পর থেকেই এ নদীর পানি প্রবাহ কমে গেছে।
আবার ড্রেন দিয়ে শহরের ময়লাযুক্ত পানিসহ নানা বর্জ্য নদীতে ফেলায় দূষিত হয়ে পড়ছে এ নদীর পানি। এতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দূষিত পানির দুর্গন্ধে অতিষ্ঠ নদী তীরবর্তি মানুষ । পানিবাহিত নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন তারা।
পুন:খননের মাধ্যমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের জানানো হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি।
এ নদী রক্ষায় সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।