করোনা মহামারির মধ্যেই ইতালির ভেনিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এবারের নির্বাচনে বিভিন্ন পদে লড়ছেন পাঁচ বাংলাদেশী প্রার্থীও।
তাই নির্বাচনকে ঘিরে ভেনিসের প্রবাসী বাংলাদেশীদের মাঝে বইছে ভোটের আমেজ।
২০ ও ২১ সেপ্টেম্বর ইতালির ভেনিসে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। এই নির্বাচনে ভেনিসে তিন বাংলাদেশী এবং ত্রেনতো শহরে আরো একজন বাংলাদেশী অংশগ্রহণ করছেন।
২০১৫ সালে ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর পদে সৈয়দ কামরুল সারোয়ার নির্বাচন করে। চলতি বছর কাউন্সিলর প্রার্থী হয়েছেন মনোয়ার ক্লার্ক।
বাংলাদেশী প্রার্থী থাকায় প্রবাসীদের মধ্যে বইছে নির্বাচনী হাওয়া। পুরো ভোটের আমেজে মেতে উঠেছেন প্রার্থী ও ভোটাররা।
পিডি পার্টির বিভিন্ন পদের প্রার্থীদের জয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন, ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি ।
প্রবাসীদের আশা, বাংলাদেশী প্রার্থীরা জিতলে প্রবাসী কমিউনিটির স্বার্থে তারা কাজ করবেন এবং বাংলাদেশকে নতুন করে ভেনিসের মাটিতে তুলে ধরবেন।