দেশে মোট ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আইইডিসিআর। নতুন করে ছয়জন আক্রান্ত হওয়ায় ২৭ জন থেকে বেড়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
সোমবার (২৩ মার্চ) বিকেলেজ চারটায় রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।