মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বরগুনা কল্যাণ ট্রাস্ট হতে গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন বরগুনা জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় তিন ক্যাটাগড়িতে ষাট জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদেরকে উন্নত জীবন গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, “বরগুনার অপার সম্ভাবনাকে সম্পদে রূপ দিতে হলে তরুণ প্রজন্মকে আরো উদ্যমী হতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।
” অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে এই সহায়তা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার এবং মুক্তিযুদ্ধ গবেষক চিত্ত রঞ্জন শীল।