কেউ যদি সিনেমা বানায় এবং সেখানে এমন দৃশ্য থাকে যে পুলিশ কারো পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে- তা হলে সেই সিনেমার পরিচালক অভিনেতাকে কি গ্রেফতার করা হবে?
কেউ যদি সিনেমা বানায়- এবং সেখানে দেখানো হয়- পুলিশ টাকা না পেয়ে কাউকে গুলি করে মেরে ফেলছে- তা হলে কি তাকে গ্রেফতার করা হবে?
কেউ যদি সিনেমা বানায় এবং সেখানে দেখানো হয় পুলিশ ভ্যানে কোনো পুলিশ সদস্য কোনো নারীকে ধর্ষন করেছে- তা হলে কি সেই সিনেমার পরিচালক, অভিনেতাকে গ্রেফতার করা হবে?
পত্রিকায় পড়লাম একজন সিনেমা পরিচালককে গ্রেফতার করা হয়েছে পর্নোগ্রাফি আইনে।ওই পরিচালক কি কোনো পর্ণো সিনেমা বানিয়েছেন? না। তিনি যে সিনেমাটি বানিয়েছেন- সেই সিনেমাতে পুলিশের মুখে ব্যবহার করা কিছু সংলাপ পুলিশ বিভাগের পছন্দ হয়নি। তারা মনে করছে- এটি তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তা হলে এটি পর্নোগ্রাফি হলো কিভাবে?
পরিচালক ঠিক করেছেন কি বেঠিক করেছেন- সেটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু পুলিশ মনে করলো- সিনেমাটির সংলাপ তাদের পছন্দ না, তা হলে কি তারা কাউকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে! আমাদের সক্ষমতা বিশ্লেষণের একটি উদাহরণ হিসেবে এই ঘটনাটিকে দেখা যায় কিন্তু!