প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াল থাবায় যেন থমকে গেছে গোটা বিশ্ব। বছরজুড়ে এত এত অঘটনের মধ্যেই এলো ইংরেজি নতুন বর্ষ। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী রাজধানী হেলসিংকিতে উদযাপন করল নববর্ষের দিনটি।
করোনা মহামারীর কারণে বড় আয়োজনের নিষেধাজ্ঞা থাকায় ঘরে বসেই উদযাপন করতে হয় বর্ষবরণ। সীমিত পরিসরে প্রবাসীরা নববর্ষ উদযাপন করে।
প্রবাসী বাঙ্গালিরা নিজস্ব রেওয়াজ অনুযায়ী বিভিন্ন ধরণের দেশিয় খাবারের আয়োজন করে। মহামারির মধ্যেই প্রবাসী বাঙ্গালিরা ঘরোয়াভাবে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আত্মীয় পরিজন এক হয়। আড্ডা, নাচ-গানে মনোমুগ্ধকর সময় কাটায় বন্ধুবান্ধব নিয়ে। সবার প্রত্যাশা নতুন বছর হবে রোগমুক্তির।