সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস নতুন প্রস্তাবিত স্থানে চলতি মাসেই স্থানান্তর করা হবে। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ কথা জানান।
তিনি বলেন, জানুয়ারি মাসেই ‘ডেলমা স্ট্রিট’ থেকে সরিয়ে নতুন প্রস্তাবিত স্থান এয়ারপোর্ট রোডের ডিপ্লোমেটিক এলাকায় স্থানান্তর করা হবে।
আবু জাফর বলেন, দীর্ঘদিন ধরেই সেবা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস স্থানান্তরের কথা ভাবছি আমরা। সম্প্রতি দূতাবাসের কর্মপরিধি বৃদ্ধি এবং বিশেষ করে গ্রীষ্মের তাপদাহের সময় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।