আজকাল ইংরেজি ভাষায়ও তৈরি হচ্ছে বাংলাদেশি ছবি। যেখানে নাম লিখিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-জয়ী নির্মাতা মাসুদ পথিক। সিনেমার নাম ‘স্ট্রিট ফিলোসফার’। এবছর তাঁর দ্বিতীয় ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’ পেয়েছে আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। নির্মেলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত মাসুদ পথিক পরিচালিত প্রথম সিনেমা। যা দিয়েই বাজিমাত করেছিলেন এই নির্মাতা, ২০১৪ সালে ৬টি শাখায় জিতেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
দ্বিতীয় ছবি ‘মায়া দ্য লস্ট মাদার’। কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা এবং শাহাবুদ্দিন আহমেদের পেইন্টিং ‘নারী’ অবলম্বনে নির্মিত এই সিনেমা দিয়েও এবছর আটটি শাখায় অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এবার মাসুদ পথিক নির্মাণ করতে যাচ্ছেন নতুন ছবি ‘স্ট্রিট ফিলোসফার’। ফরাসী ও জার্মান দার্শনিক মিশেল ফোকাল্ট ও ফ্রেডরিক নিটশের দর্শনের অনুপ্রেরণায় হবে এবারের চলচ্চিত্র। নির্মাতা মাসুদ পথিকের আশা দর্শক প্রিয়তা পাবে এই ছবিটিও।
আগের দুই ছবি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হলেও এবার নিজস্ব অর্থায়নে হবে ‘স্ট্রিট ফিলোসফার’। ইংরেজি ভাষায় নির্মিতব্য ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন আব্রাহাম তানিম।ইংরেজি ভাষায় বাংলাদেশি সিনেমা নির্মাণে সফলতার ছাপ রাখছেন এদেশের নির্মাতারা। যেখানে প্রথম নাম লিখিয়েছেন অমিতাভ রেজার ‘রিকশাগার্ল’। তবে প্রথম মুক্তি পাওয়া সিনেমা গাজী রাকায়েতের ‘গোর’ বা ‘দ্য গ্রেভ’।