পটুয়াখালীর গলাচিপা উপজেলা মাসিক আইসৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী রোজ রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ( ৩) আসনের মাননীয় সংসদ সদস্য এস,এম, শাহাজাদা (এমপি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, পৌর মেয়র আহসানুল হক তুহিন, ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা গোলাম মস্তফা টিটু।
এসময়ে প্রধান অতিথি এসএম শাহাজাদা (এমপি) বলেন, সার্ভীক আইনশৃঙ্খলা মানউন্নত জনসাধারণে জান মাল রক্ষায় আরো অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্ সভায় বলেন, আসছে নির্বাচনী সময়ে সকল জনপ্রতিনিধি সহ সকলকেই আইসৃঙ্খলা সুশৃঙ্খল রাখার আহবান সহ সকল বিষয়ে সহযোগীতা করার আশ্বাস করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইসচেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানার অফিসার ওসি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সরকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা এস.আর.এম সাইফুল্লাহ্, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন , প্রশাসনিক কর্মকর্তা আঃ মান্নান মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল আহসান মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল্লাহ্, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ ১২টি ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক্সন মিডিয়ার গণমাধ্যম বৃন্দ।