December 24, 2024, 5:43 pm

দশমিনায় অনুষ্টিত হলো বিদ্যার দেবী সরস্বতীপূজা।

 দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • Update Time : Wednesday, February 17, 2021,
  • 113 Time View

সনাতন ধমাবলন্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নলখোলা বন্দর মন্দিরে সনাতন ধর্মমতে,সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী।জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন দমাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। গতকাল সারা দেশের ন্যায় দশমিনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মন্দিরে শিক্ষাথীরা সরস্বতী পূজা করে থাকেন।

হিন্দুশাস্ত্র অনুসারে,সাদা রাজহাঁসে চড়ে ও বীণা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন।গতকাল মহল্লায় মহল্লায় পূজামন্ডপ গুলোতে দেবীর পাদপদ্মে অঞ্জলী দেয় ভক্তরা।

এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। কিছু কিছু মন্ডপে কোভিট-19 সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দশমিনার নলখোলা  মন্দিরের আয়োজনে ও উদ্যেগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।সকাল 10টার দিকে পূজার আচার-অনুষ্ঠান ও পুস্পাঞ্জলি দেওয়ার সময় উপস্থিত ছিলেন নলখোলা বন্দর কালি মন্দিরের সাধারণ সম্পাদক দেবাষিশ মজুমদার রতন।উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক  এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন, শ্রী অমল কৃষ্ণ সাহা,বাবু সমীর লাল হাজরা,কমল কর্মকার,সঞ্চয় সাহা,জয় কর্মকার, সুব্রত কর্মকার সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71