ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর উদযাপন উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্লাব ইউএসএ।
স্থানীয় সময় রোববার (৭ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের সঞ্চালনায় সভায় আলোচনা করেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন, চিত্রশিল্পী সাঈদ রহমান, অ্যাক্টিভিস্ট রাজিব আহসান। কবিতা আবৃত্তি করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক। স্বরচিত কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী শিবলী সাদিক।
বক্তারা আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী ও কাজকে সঠিকভাবে তুলে ধরারও তাগিদ দেন।