মুম্বাইতে শেষ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিকের প্রথম লটের শুটিং। যেখানে অংশ নিয়েছেন তিশা, ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিব্য, দিঘিসহ বাংলাদেশের অনেক অভিনয়শিল্পী। শ্যাম বেনেগাল পরিচালিত “বঙ্গবন্ধু” সিনেমার শুটিং শেষে সম্প্রতি দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। জানালেন সেখানে শুটিং এর অভিজ্ঞতা।
বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। আর বড় পর্দায় ফারিয়া হবেন তাঁর কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে গেল ৫ ফেব্রুয়ারি মুম্বাই যান বাংলাদেশের একঝাঁক তারকা অভিনয়শিল্পী।
শেষ হয়েছে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রথম লটের শুটিং। এরই মধ্যে অনেকে দেশে ফিরেছেন। যাদের একজন নুসরাত ফারিয়া। জানালেন সেখানে শুটিংয়ের অভিজ্ঞতা।
ফারিয়া জানান শুটিংয়ে অবসর পেলেই কিছু না কিছু করেছেন। কখনও আড্ডা দিয়েছেন আবার কখনো তুলেছেন ছবি। এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে শুরু হবে বাংলাদেশে শুটিং। এ বছরই মুক্তির সম্ভাবনা রয়েছে এ সিনেমার।