মুক্তিযুদ্ধে জিয়ার সক্রিয় অংশগ্রহণ নিয়ে আজ যারা প্রশ্ন তুলছে, নিজেদের খোড়া ইতিহাসের এই গর্তে ভবিষ্যতে তাদের পতন হবে আরো ভয়ঙ্কর।একান্ত সাক্ষাতকারে এই হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, দেশে সব রাজনৈতিক দলই এক ব্যাক্তি কেন্দ্রিক কিন্তু বিএনপি এক ব্যক্তির সিদ্ধান্তে চলে না।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর পদায়ন ঘটে ২০১৬ সালে।
বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির রাজনীতির ’ওপেন সিক্রেট’ হলো, দলটি এই নগরী দুই ধারায় প্রবাহিত। দুই ধারার কেন্দ্রবিন্দুতে দুই নেতা, একজন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং অপরজন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির এই নেতা বলছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাই অবান্তর।
তার দাবি, দেশ এই মূহুর্ত একমাত্র বিএনপিই দলের ভেতরে গণতান্তিক পন্থায় জনগনের পক্ষের রাজনৈতিক সিদ্ধান্ত নেন।
২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট আমলে বানিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সাবেক এই মন্ত্রী মনে করেন, দেশের এখন মুক্তবাজার অর্থনীতি নয় চলছে লুটপাটের অর্থনীতি।