December 23, 2024, 3:32 am

কুয়াকাটায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার যাত্রা শুরু

মহিবুল্লাহ পাটোয়ারী (মহিপুর -কুয়াকাটা) প্রতিনিধি
  • Update Time : Monday, March 29, 2021,
  • 106 Time View

পটুয়াখালীর কুয়াকাটায় তরুণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ মার্চ ) সকাল ১০ টায় কুয়াকাটার স্বনামধন্য হোটেল বীচ হ্যাভেনে জমকালো আয়োজনে মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভা মেয়র আনোয়ার হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, রুমান ইমতিয়াজ তুসার সভাপতি টোয়াক, শফিকুল ইসলাম সফি টিম লিডার সিপিপি,কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃশহীদ দেওয়ান, আশ্রাফ আলি সিকদার, সাবের হোসেন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মোসা:ময়না, তাসলিমা ও হোসনেয়ারা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মিডিয়ার অন্যতম ব্যাক্তিবর্গরা।

এসময় সংগঠনের প্রতিষ্ঠা মোঃনাহিয়ান বলেন

শিক্ষা, সেবা, উন্নয়ন ও সবুজ পর্যটন স্লোগান কে সামনে রেখে আমাদের এই সংগঠন।

সংগঠনে লক্ষ্যঃ কুয়াকাটা পৌরসভার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়নের মাধ্যমে আত্ননির্ভরশীল সুখী-সমৃদ্ধিশালী ও অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন, শিক্ষাবান্ধব কুয়াকাটা বিনির্মাণ এবং তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলে কুয়াকাটাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করা; আর এই লক্ষ্যকে সামনে রেখে সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা।

সংগঠনের ধরনঃ স্বপ্নচূড়া একটি অরাজনৈতিক, সামাজিক উন্নয়ন মুলক, শিক্ষা- সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবামূলক সংগঠন। এই সংগঠন কুয়াকাটা পৌরসভার শিক্ষিত তরুণ সমাজ নিয়ে গঠিত হবে এবং সার্বিক উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

ভিশন – ২০৩০ সালকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে সম্পূর্ন স্বচ্ছ, বিশ্বস্ত এবং সক্রিয় সংস্থা হিসেবে গঠন করে প্রত্যক্ষভাবে কুয়াকাটা পৌরসভার সর্বস্তরের মানুষের জীবনমানের উন্নয়ন সাধনের জন্য কাজ করব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71