দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় কেন্দ্র থেকে তৃণমূল পযন্ত নেতাকর্মীকে প্রম্তুত থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ রক্ষাসহ সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমিত করা হয়েছে সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড।
করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। ঝুকিপূর্ণ জেলা চিহ্নিত করা হয়েছে ২৯ টি জেলাকে। একই দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৪৫ জন এবং আক্রান্ত হয় ৫ হাজার ১৮১ জন।
গেল রোববার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় করোনার সংক্রমণ নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতিসহ নানা নির্দেশনা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিয়ন জেলা উপজেলাসহ সকল নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সংক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতেও বলা হয়েছে।
সিদ্বান্ত নেওয়া হয়েছে দলীয় সাংগঠনিক কর্মকান্ড সীমিত করার। সম্মেলন বা যে কোন কর্মসূচি খোলা স্থানে করার সিদ্বান্ত নেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনকেও করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতিসহ নির্দেশনা দিয়েছে দলীয় হাইকমান্ড।