১০ বছর ধরেই চলছে প্রতিশ্রুতি। তবু রাস্তার বেহাল দশা কাটেনি, হয়নি সংস্কারও। ফলে একদশকের দুর্ভোগের চিত্রও হয়নি বদল। এমন চিত্র ঢাকা উত্তর সিটি কপোরেশনের সম্প্রসারিত ৪৩ নাম্বার ওয়ার্ডের প্রধান সড়কের। তবে অঙ্গীকার রক্ষা করে এ বছরই রাস্তার কাজ ধরবেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
চারদিকে সবুজ গাছপালা আর তার ফাকেঁ ফাকেঁ আবাসিক এলাকা ঘেষে মেঠোপথ। অথচ এলাকার প্রধান সড়কটিতে বড় বড় খানাখন্দ আর চোরাগর্ত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৩ নাম্বার ওয়ার্ড খিলক্ষেত ডুমনি বাজার টু ইছাপুরা ব্রিজ সড়ক। কালের বিবর্তনে এই এলাকায় নানা শিল্প কারখানাও গড়ে উঠেছে। কিন্তু পরিকল্পিতভাবে গড়ে উঠেনি সড়কগুলো। অভিযোগ, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা সংষ্কারের আগ্রহ নেই সিটি কর্পোরেশনের।
এছাড়া রাস্তাটির আশে পাশে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। ফলে একটু বৃষ্টি হলে হাটু পানিতেই বসবাস স্থানীয়দের।
তবে সরকারের সম্প্রসারিত ওয়াড উন্নয়ন প্রকল্পে এই বছরই রাস্তা এবং ড্রেন নির্মাণ কাজ ধরা হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি।
অবশ্য স্থানীয়রা বলছেন এমন প্রতিশ্রুতি এবারই প্রথম নয়। তবে, শেষবারের মতো হলেও জনপ্রতিনিধির অঙ্গীকারের বাস্তবায়নের প্রত্যাশা করছেন এলাকাবাসী।