পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষীদের ক্ষেত পূর্ণিমার জোয়ারে অতিরিক্ত পানিতে তলিয়ে গেছে। এ বছর তরমুজের বাম্পার ফলন হলেও বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় ভেরিবাধের বাহিরে আচমকা জোয়ারের পানিতে তরমুজ চাষীদের তরমুজ ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতির সম্মুখিন হন কৃষকরা।
কৃষকদের পানির ভিতর থেকে তরমুজ তুলে নিজেদের ক্ষতির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু তরমুজ ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় সেখান থেকে আর তরমুজ বিক্রির আশা করতে পারছেন না কৃষকরা। লাভের আশা বাদ দিয়ে শুধু তাদের চাষকৃত খরচের টাকার আশা করছেন তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, গলাচিপায় ৮০ থেকে ১০০ হেক্টর জমির তরমুজের ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।