চিকনিকানদিবাসীর পাশে ব্যাবসায়ী ফয়ছাল
সঞ্জিব দাস, গলাচিস,পটুয়াখালী
প্রাণঘাতী কোভিড-১৯ দেশব্যপি করোনা প্রাদুর্ভাব দূর্যোগের সময় আমাদের সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের ঘড়ে ঘড়ে খাবার পৌছে যাক তিনি সর্বক্ষণ সেই চেষ্টা করে যাচ্ছেন।
শুধু সরকারই নয় বিভিন্ন পেশার মানুষও মানুষের পাশে দাড়িয়েছেন।
তেমনি একজন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকানদি ইউনিয়ন এর মধ্য সুতাবাড়ীয়া জন জাগরণ ক্লাব এর সভাপতি ও প্রধান পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী ফয়ছাল বাদশা।পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনিকানদি ইউনিয়ন এর কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক ফয়ছাল বাদশা।
তিনি মহামারী করোনা ভাইরাস এর জন্য এই ইউনিয়নে অসহায় ও দুস্থ ১০০ পরিবারের জন্য বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়েছেন।শুধু মাত্র এই ১০০ পরিবারই নয়, তিনি চাচ্ছেন এই ইউনিয়নের মানুষের কি করে ভাল হয় সেই বিষয়ে।
এর আগেও ২শ পরিবারকে সহায়তা করেছেন তিনি।কি ভাবে এই ইউনিয়নকে করোনার থাবা থেকে বাচাঁনো যায় সেই চেস্টা করেন তিনি।তাই শুধু খাবারের প্যাকেটই তুলে দিচ্ছেন না।কিভাবে সুস্থ্য থাকা যায় তাও বলে দিচ্ছে।মানুষের মাঝে সচেতনতা তৈরির চেষ্টা চালাচ্ছেন।পযার্য়ক্রমে ইউনিয়ন ঘুরে আরো দুখি মানুষের পাশে দাড়াতে চাচ্ছেন তিনি।
সম্প্রতি তিনি চিকনিকানদি ইউনিয়ন এ প্র্যতেক ওয়াডে ঘুরে ঘুরে অসহায় পরিবার কে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে।
ত্রান হিসেবে খাদ্য সামগ্রীর তালিকা যা তিনি দিয়েছেন তা হচ্ছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি,১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ২ প্যাকেট ট্যাংক, ও ১ টি হাত ধোয়ার সাবান।