আর্জেন্টাইন ফুটবল মহাতারকা ডিয়াগো আরমান্দো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার শেষ ইচ্ছার কথা জানাল তার পরিবার। এর জন্য দেশটির বুয়েনস আয়ার্স সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে।
একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর জানান তারা। ম্যারাডোনার পরিবার জানায়, তিনি চেয়েছিলেন তার নামে একটা মিউজিয়াম তৈরি হোক, যাতে তাকে সবাই সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারে।
ইন্সটাগ্রাম পোস্টে তার পরিবার জানায়, ‘বুয়েনস আয়ার্স প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ম্যারাডোনা মেমোরিয়ালের জন্য একটি জমি দিতে। যেটি হবে নদীর পাশে ও প্রকৃতির কোলে।’
এই আবেদন জানিয়ে একটি চিঠিও লেখে তারা। তারা জানান, ‘ম্যারাডোনা চাইতেন একটি শান্তির জায়গা, যেখানে সবাই তাকে দেখতে যাবেন। নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করবেন।’
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর ছিল ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী। তবে মৃত্যুকালে তার ইচ্ছা কী ছিল সেটা এতদিন অজানাই ছিল সবার কাছে।