রোমাঞ্চকর ম্যাচে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে নজর কেড়েছেন তরুণ খেলোয়াড় গাভি। শুধু নজরই কাড়েননি, বার্সেলোনার জার্সিতে কম বয়সে গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন মেসিকেও। খবর ইএসপিএন-এর।
বার্সার হয়ে মেসি প্রথম গোল করেছিলেন ১৭ বছর ৩৩১ দিনে। গাভি নিজের প্রথম গোল করলেন ১৭ বছর ১৩৫ দিনে। এই তালিকায় অবশ্য সবাইকে ছাড়িয়ে আনসু ফাতি। তাঁর প্রথম গোলটি ১৬ বছর ৩০৪ দিনে।
ম্যাচ শেষে গাভিকে প্রশংসায় ভাসালেও দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি কোচ জাভি হার্নান্দেস, ‘১৭ বছরের ছেলে হিসেবে গাভির খেলা চমক জাগানিয়া। ওর বয়সে সব কিছু কঠিন মনে হতো আমার। ’
লীগের অন্য ম্যাচে সেভিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর সোসিয়েদাদকে ৩-১ গোলে হারায় ভিয়ারিয়াল। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সেভিয়া এখন দুইয়ে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪২।
অন্যদিকে ২৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো পাঁচ আর ২৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে টেবিলের ৭ নম্বরে।