স্প্যানিশ কোপা দেল রে এর শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তৃতীয় সারির দল লিনারেস দেপারর্তিভোর বিপক্ষে ২-১ গোলে জিতে রাউন্ড অব সিক্সটিনে নাম লিখিয়েছে বার্সা। আর তৃতীয় সারির আরেক দল অ্যালকোয়ানোর বিপক্ষে ৩-১ গোলে জিতে শেষ ১৬ নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের।
তৃতীয় সারির দল লিনারেস দেপার্তিভোর বিপক্ষে মাঠের লড়াইটায় আধিপত্য দেখিয়ে শেষে ম্যাচ জিতেছে জাভির বার্সা।
ম্যাচের শুরুর গল্পের নায়ক লিনারেসের হিউগো ডিয়াজ। ১৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে কার্নিসারের ক্রস থেকে হেডে বল বার্সার জালে জড়ান ডিয়াজ। ঘরের সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দেয় লিনারেসের ফুটবলাররা। প্রথমার্ধ্ব সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়ায় বার্সা।
৬৩ মিনিটে ওসমান ডেম্বলে বক্সের বাইরে থেকে বল আয়ত্বে নিয়ে বা পায়ের বাকানো শটে দলকে সমতায় ফেরান। এর ৬ মিনিট পর ফিরান জুটলার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
অ্যালকোয়ানোর বিপক্ষে রিয়ালের জয় ৩-১ গোলের ব্যবধানে। ম্যাচের ৩৯ মিনিটে মিলাতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে দানি ভিগার গোলে সমতায় ফেরে স্বাগতিক অ্যালকোয়ানো। ৭৬ মিনিটে অ্যাসেনসিওতে ২-১ ব্যবধানের লিড রিয়ালের। এর মিনিট দুই পর আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। সেই সঙ্গে শেষ ১৬ নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।