অনলাইন ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা আগে থেকে উন্নতির দিকে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতালের আইসিইউ সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ সোমবার রাত ৮টার দিকে বলেন, হঠাৎ অজ্ঞান হলে গতকাল রোববার রাতে উনাকে (আল্লামা শফী) আইসিইউতে ভর্তি করা হয়।
আজকে দুপুরে বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড বসেছিলেন। বিকেল থেকে অবস্থা উন্নতির দিকে। তার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। উনি সবার জন্য দোয়া করেছেন।
জানা যায়, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাঁকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
সেখান থেকে তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান হয়। গতকাল তাঁর চিকিৎসার জন্য সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন পরিবারের সদস্য নিয়ে নয় সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়।
এ মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে তাঁর চিকিৎসাসেবা চলছে। এ ছাড়া গতকাল করোনার নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। বিকেল থেকে শারীরিক অবস্থা উন্নতির দিকে।