উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম লেগের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার রাত ২টায় মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। একই সময়ে প্রতিপক্ষের মাঠে পর্তুগালের স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
প্যারিসের মাঠে রিয়ালের গুরুত্বপূর্ণ তারকা করিম বেনজেমার পূর্ণ সময় খেলা অনিশ্চিত।
রিয়ালের হয়ে শেষ তিন ম্যাচেই খেলতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। পুরো মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করা বেনজেমার এই ম্যাচ খেলা নিয়ে আছে সংশয়। তবে মাদ্রিদ কোচ মনে করেন এটা সম্পূর্ণই বেনজেমার উপর নির্ভর করছে।
তবে নিজ মাঠে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন পিএসজির সেরা তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ন এমবাপ্পে। তাই এই ম্যাচকে ফাইনালের মতই বলছেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।