December 24, 2024, 6:03 pm

নোয়াখালীতে অস্ত্রসহ চেয়ারম্যানের ছেলে আটক

Reporter Name
  • Update Time : Wednesday, June 10, 2020,
  • 124 Time View

অনলাইন ডেস্ক

নোয়াখালীর জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী তিনটি দেশীয় তৈরি এলজিসহ দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে সোপর্দ করেছে। বুধবার দুপুরে স্থানীয় রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী (২৬) ও একই এলাকার মাইন উদ্দিন (৩০)।

স্থানীয়দের ভাষ্যমতে, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল তারা। পরে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে মোটরসাইকেল আরোহি ওই দুই যুবককে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি হাত ব্যাগ কেড়ে নেয় স্থানীয় লোকজন। ওই হাত ব্যাগ খুলে দেখা যায় ব্যাগে তিনটি দেশীয় তৈরি এলজি। পরে স্থানীয় এলাকাবাসী দুজনকে  আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71