রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) । মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আটকের সময় তাদের হেফাজত থেকে ৩৫৪৯ পিস ইয়াবা, ১৪.৫ গ্রাম ৯৩ পুরিয়া হেরোইন, ৭ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।