রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। আহত অবস্থায় ওই দুই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার রাতে এসব ঘটনা ঘটে।
পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮)।
অন্যদিকে, ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হওয়া কিশোরের নাম শিহাব (১৬)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
জানা গেছে, ছুরিকাঘাতে আহত হৃদয় গার্মেন্টসে চাকরি করেন। রাতে ডিউটি শেষে তাকে ফোন করে পল্লবীর এক নাম্বার রোডে ডেকে নেয় ওবায়দুল ও নুর আলম। পরে তারা ১০-১২ জন মিলে মারপিট করে। একপর্যায়ে তারা হৃদয়ের মাথা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পৃথক ঘটনায় ভাটারা থেকে আহত শিহাবকে নিয়ে আসা ফয়েজ জানান, ভাটারা থানার পেছনে অজ্ঞাত দুই-তিনজন মারপিট করে শিহাবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে কে বা কারা শিহাবকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পল্লবী ও ভাটারা থেকে ছুরিকাঘাতে আহত হওয়া দুই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানিয়েছি।