রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ৫৭৯১ পিস ইয়াবা, ৬২.২ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৭২৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলে জানানো হয়।