গতকাল শনিবার (১২ মার্চ) সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে কলকাতা পৌঁছেছেন সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলের খেলোয়াররা। ফুটবল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট খেলতে ভারতে গিয়ে দলের একজন খেলোয়ার ও দুইজন কর্মকর্তার করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গেছে। দলের কয়েক সদস্যের করোনা পজিটিভ থাকায় পুরো দলকে আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। দলের অন্য সবাইকে করোনা টেস্ট করানো হবে আগামীকাল।
জানা গেছে, বাংলাদেশ ফুটবল দলের তিন সদস্যের করোনা পজিটিভ ধরা পরেছে। এদের মধ্যে একজন ফুটবলার ও বাকী দুইজন অফিসিয়াল। এসব তথ্য জানা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তরফে। সূত্র জানিয়েছে, অন্যরা সবাই সুস্থ আছেন, এমনকি করোনা পজিটিভ ধরা পড়া তিনজনও সুস্থ আছেন। তাদের তেমন কোন উপসর্গ নেই।
গতকাল টুর্নামেন্টে অংশ নিতে জামশেদপুরে অবস্থিত হোটেল দ্য শনেটে পৌঁছায় বাংলাদেশ দল। আসরের প্রথম ম্যাচে ১৭ মার্চ নেপালের বিপক্ষে নামবে লাল-সবুজের বাংলাদেশ দল। ১৯ মার্চ ভারতের বিপক্ষে লড়ার পর ফিরতি পর্বে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ফের স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।