ঈদ উদযাপন শেষে পরিবার-পরিজন সঙ্গে নিয়ে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন মানুষ। তবে ঈদের আগে বাড়িতে ফিরতে না পারা অনেক ঘরমুখীও যাত্রীকেও রাজধানী ছাড়তে দেখা গেছে। শুক্রবার (০৬ মে) ঢাকার প্রবেশপথ গাবতলী ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আজ সকালেই বিভিন্ন জেলা থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে লোকজন ঢাকায় ফিরছেন।
কর্মস্থলের যোগ দিতেই নগরীতে তাদের ছুটে আসা। শুধু তাই নয়, আগামী ৯ মে থেকে স্কুল-কলেজে ক্লাস শুরু হবে। একারণেও অনেকে পরিবারসহ ফিরছেন নগরীতে।
মিরপুরে একটি পোশাক কারখানায় কর্মরত দেলোয়ার হোসেন জানান, রিবারের সবাইকে নিয়েই আল্লাহর রহমতে ভালোভাবে ঢাকায় ফিরলাম । তিনি বলেন, রাস্তায় সামান্য যানজট পেয়েছি, তারপরও পরিবার নিয়ে নিরাপদে ফিরতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া।
গাবতলীতে অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার ফারুক হোসেন বলেন, গাড়ি আসতে এক-দেড় ঘণ্টা বিলম্ব এটা কোন বিষয় না। কারণ যাত্রা পথে গাড়ি বিরতি দেয়, এতে করে কিছুটা বিলম্ব হয়।