ঈদের ছুটি শেষে অফিস শুরু হওয়ায় জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষেরা। বাস ও লঞ্চের মতো ঢাকামুখী মানুষের স্রোত ছিলো ট্রেনেও। তবে ফেরার পথেও টিকিট পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেন ট্রেনযাত্রীরা।
এবার ট্রেনযোগে বাড়ি যাওয়ার পথের যাত্রাটা ছিলো স্বাচ্ছন্দ্যের।
উপচেপড়া ভিড় থাকলেও ট্রেনের সময়সূচির তেমন কোনো বিপর্যয় না হলেও ফিরতি পথে সিডিউল বিপর্যয়ের অভিযোগ করেন যাত্রীরা। তবে ঢাকায় ফেরার পথেও টিকিট না পাওয়ার অভিযোগ তাদের।
এছাড়া অনলাইন টিকিটিং সিস্টেম এর বিরুদ্ধে একই অভিযোগ টিকিট না পাওয়ার। ফিরতি যাত্রায় প্রতিদিন ৩০টির বেশি ট্রেন বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছে। আগেই মানুষ ঈদ শেষে সড়ক ও জলপথে ঢাকায় ফিরতে শুরু করলেও আজ রবিবার কমলাপুর রেলস্টেশনে যাত্রীর চাপ ছিলো। তবে ট্রেন সময়মতো কমলাপুরে না পৌঁছানোর কথা জানান তারা।
যাত্রীরা বলেন, ছুটি শেষ হতেই কাজ থাকায় ঢাকায় ফিরছেন। পরিবারের সঙ্গে ঈদ করে কিছুটা ভোগান্তি থাকলেও ঢাকায় পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেন তারা। অন্যদিকে, যারা ঈদে বাড়ি যেতে পারেননি, অনেকেই যাচ্ছেন ঢাকার বাইরে।