উয়েফা নেশন্স লিগে এবার হোচট খেয়েছে রোনালদোবিহীন পর্তুগাল। সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে তারা খুইয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। রাতের অন্য ম্যাচে আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। চেক রিপাকলিককে ২-০ গোলে হারিয়ে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে গেছে গ্রুপ টু”য়ের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে।
আবারো হোচট খেলো পর্তুগাল। সুইসদের কাছে হেরে গ্রপ টেবিলের শীর্ষস্থান হারালো রোনালদোহীন পর্তুগীজরা। শুরুটা ম্যাচে শুরুতেই ২৬ হাজার দর্শকদের সামনে ম্যাজিক্যাল স্কোর করে বসে সুইজারল্যান্ড। ঘড়ির কাটা ৫৫ সেকেন্ড পার হতেই পর্তুগালের জালে বল। গোলদাতা সেফেরোভিচ।
মাঝমাঠে দুই আর আক্রমণভাগের তিনে তিন, সব মিলিয়ে একাদশে মোট সাতটি পরিবর্তন এনে খেলতে নামা পর্তুগাল সেই গোলের চাপটাই হয়তো নিতে পারেনি আর পুরো ম্যাচে।
১৩ মিনিটে আরও বড় বিপদে পড়তে পারত পর্তুগিজরা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এর আগে সুইজারল্যান্ডের নিকো এলভেদি ফাউল করায় ভিএআরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।
প্রথথম দেখায় সুইসদের ৪-০ গোলে হারানো পর্তুগাল বাকি সময়েও একইভাবে আক্রমণ করতে থাকে। কিন্তু হার এড়ানোর মতো কিছুই করতে পারেনি তারা। চার রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পর্তুগাল আর ৩ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।
আরেক ম্যাচে মালাগায় চেক রিপাবলিকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্পেন। ম্যাচের প্রথম ২০ মিনিট চেস্টা করেছিলো চেক তবে সেই পর্যন্তই ছিলো তাদের আধিপত্য। ম্যাচের ২৪ মিনিটে ম্যাচে প্রথম লিড পায় স্পেন কার্লোস সোলের গোলে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পাবলো সারাবিয়া। দুই দলই ম্যাচ খেলেছে চারটি করে। টানা দুই ড্রয়ের পর টানা দুই ম্যাচ জেতা স্পেন ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠেছে। জয়ে শুরুর পর পথ হারানো চেক রিপাবলিক টানা দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।