আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক ‘বড় ঘোষণা’ দিয়ে চলছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলি। এবার বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড লিমিট বাড়ালো ফিফা। আগে ২৩ জনের বেশি সদস্যকে স্কোয়াডে না রাখা গেলেও বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াড পাঠাতে পারবে দলগুলো।
মূলত টুর্নামেন্ট আয়োজনের সময় ও কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ফাইনাল লিস্টের খেলোয়াড় সংখ্যা বাড়িয়ে নূন্যতম ২৩ ও সর্বোচ্চ ২৬ করা হয়েছে। এই ২৬ জন ব্যতীত কেউই টিম বেঞ্চে বসতে পারবে না। ’
গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে এমন উদ্যোগ নিয়েছিল উয়েফা। প্যানডেমিকের কারণে দলগুলো অতিরিক্ত ৩ জন খেলোয়াড় নিতে পেরেছিল স্কোয়াডে।
এর আগে চলতি মাসেই ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েসন বোর্ড ম্যাচপ্রতি ৫ সাবের আইন পাশে সবুজ সঙ্কেত দিয়েছে।