টিকটককে নতুন রোগ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ‘এখন একটা নতুন রোগ দেখা দিয়েছে, সেটার নাম টিকটক। ’ সোমবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, টিকটকের কী পরিমাণ অপব্যবহার হয় তা আপনারা দেখেছেন।
পদ্মা সেতু নিয়ে ভাইরাল হয়ে গেছে। পুরা দেশ কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা প্রসঙ্গে মোস্তাফা জব্বার জানান, অনিবন্ধিত নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করে ফেসবুকে কার্যক্রম চালায় তারা। ফেসবুকে ভিডিও প্রচারণা বন্ধ করলে সেটা ইউটিউবে প্রচার করে।
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন প্রমুখ।